সুখবর, ধেয়ে আসছে বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর। হাওয়া অফিসের খবর, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বইবে ঝোরো হাওয়া। এরপরই দুই তিন ঘণ্টা ধরে টানা চলবে বজ্রপাত সহ বৃষ্টি। হাওড়া,হুগলি,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে কলকাতায় এখনই ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয়।
এদিকে, ভারী বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ। প্রবলভাবে ফুঁসছে তিস্তা তোর্সা উত্তরবঙ্গের একাধিক নদী। ২৮ জুন পর্যন্ত চলবে এই বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি নিন্মচাপের কারণে পশ্চিমবঙ্গে হিমালয় পার্বত্য অঞ্চলে কোচবিহার ও আলিপুরদুয়ার সহ বাকি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মৌসুম ভবন।
খাতায় কলমে বর্ষা এসে গেলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা ছিল না। বিগত দু-দিনে ছিটেফোঁটা বৃষ্টিও জোটেনি কলকাতার কপালে। সবার মুখে প্রশ্ন বর্ষার বৃষ্টি শুরু হবে কবে? এর সঠিক উত্তর এখনও দিতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। বরং হাওয়া অফিস সূত্রে খবর,দক্ষিণে গরম এখনই কমবে না, তবে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেড়ে যাওয়ার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে বলে জানা গিয়েছে।