মাঝ অগাস্টে বৃষ্টির বাড়বাড়ন্ত। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই জোরালো বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
এবছর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি রয়েছে। মাঝে কয়েকদিনের বৃষ্টিতেও সেই ঘাটতি পূরণ হয়নি। অগাস্টের মাঝামাঝি সময়ে কখনও হালকা কখনও মাঝারি বৃষ্টি চলছে। তবে টানা কয়েকদিন তুমুল বৃষ্টি না হলে এবছর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি পূরণ হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ।
আরও পড়ুন- ‘ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে, দেওয়ালেই ঘাম মোছা’, স্বপ্নদীপের হস্টেলযাপনের দুই ভয়ঙ্কর রাত!
উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তবাবে ভারী বৃষ্টি হবে দার্জলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুদুয়ারে। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের এই পাঁচ জেলায়। সোমবারও উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ‘ইন্ট্রো’র নামে মাত্রাছাড়া ‘মানসিক অত্যাচার’! যাদবপুর-কাণ্ডে ধৃত আরও ২
অন্যদিকে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলাগুলিতে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। আজ দুই ২৪ পপরনায় দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আগামী বুধ ও বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।