আপাতত দিন কয়েক রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উল্টোদিকে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার থকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার থকে বৃষ্টি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এবছর বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি রয়েছে। মাঝে দিন কয়েকের বৃষ্টিতে তার খানিকটা পূরণ হলেও ফি বর্ষার ছবিটা এবার যেন আলাদা। চাষিদের একাংশ জানাচ্ছেন, বৃষ্টি কম হওয়ার দরুণ এবছর অনেক জমিতেই জল দাঁড়ায়নি। সেই কারণে এবছর শীতকালীন শাক-সবজি চাষের ক্ষেত্রে বৃষ্টির স্বল্পতা প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকী শীতের সবজিরও দামও এবার চড়া থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। মালদহ ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। বুধবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। আজ উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আজ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দুই ২৪ পরগনায় আজ দু এক পশলা ভারী বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।