প্রবল বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছিলই, এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতিতে তুমুল বদল। শুক্রবার অর্থাৎ আজ থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিক্ষিপ্ত বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি মিলছিল না। তবে এবার সেই পরিস্থিতির কিছুটা বদল হতে পারে। এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি কাটতে পারে। প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে। শুক্রবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- বোমা বাঁধতে গিয়ে ভাঙড়ে বিস্ফোরণ, বীভৎসভাবে ঝলসে গিয়েছেন বহু
এদিকে, ফের এক দফায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং ছাড়াও উপরের দিকের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।