আপাতত রাজ্যজুড়ে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। রাজ্যের উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবছর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টির ঘাটতি রয়েছে। এই পর্বে হালকা-মাঝারি বৃষ্টি হলেও সেই ঘাটতি মেটার সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তবে আগামী শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। রবিবার থেকে নতুন করে বৃষ্টি বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে।
আরও পড়ুন- স্বাধীনতা সংগ্রামে বর্ধমানের বিপ্লবীদের অবদান চিরস্মরণীয়! ব্রিটিশ তাড়াতে অনন্য ভূমিকা আজও চর্চায়
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আগামী বুধ ও বৃহস্পতিবার রাজ্যের উপকূলবর্তী জেলা ও পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।