বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমেছে। নেমেছে রাতের পারদ। আজ শনিবারও দিনভর রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। তবে শনিবার বিকেলের পর থেকে বৃষ্টির প্রভাব কমতে শুরু করবে। রবিবার থেকে শুষ্ক আবহাওয়া ফিরবে। কাল থেকেই তাপমাত্রার পারদ বেশ কিছুটা নামতে পারে। একলাফে কয়েক ডিগ্রি তাপমাত্রা নেমে যাওয়ায় ফিরতে পারে শীতের ভরপুর আমেজ।
চলতি মরশুমে বারবার পশ্চিমী ঝঞ্ঝায় মুখ ঢেকেছে শীত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এরই পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- রাজ্যে একদিনে রেকর্ড মৃত্যু, কমল দৈনিক সংক্রমণ
চলতি মরশুমে বেশ কিছুটা সময় শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমী ঝঞ্ঝা। রাজ্যে ঢোকার মুখে উত্তুরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল এই ঝঞ্ঝা। কার্যত উধাও হয়ে যেতে বসেছিল শীত।
তবে এবার শীতের সাধ-পূরণের ফের বড়সড় একটা সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ফের একবার ঝোড়ো ব্যাটিং করতে পারে শীত। কাল থেকেই দিনের তাপমাত্রা কমার পাশাপাশি নামবে রাতের পারদ। আগামী ৪৮ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমে যেতে পারে।