শুষ্ক হচ্ছে ত্বক, রাজ্যজুড়ে শীতের আমেজ। আজ রাত থেকেই রাতের পারদ আরও নামবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। রাতের তাপমাত্রা আরও নামতে শুরু করলে শীতের আমেজও আরও বাড়বে।
পূবালি হাওয়া ও নিম্নচাপের প্রভাব সম্পূর্ণ কেটে গিয়েছে। আজ থেকেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার অনুভূতি বাড়বে। রাতের তাপমাত্রা কমতে শুরু করায় জোরালো হতে শুরু করবে শীতের আমেজ। তবে পাকাপাকিভাবে শীত ঢুকতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে। আজ সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত পরিষ্কার আকাশ। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট ছিল। তবে বেলা বাড়তেই কুয়াশা উধাও।
এবছর দীর্ঘ ইনিংস খেলেছে বর্ষা। একটানা বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। বর্ষার আনুষ্ঠানিক বিদায়ের পরেও নিম্নচাপের জেরে ভোগান্তি বেড়েছিল আরও বেশ কিছুদিন। তবে এবার আপাতত সেই ভ্রূকুটি কেটেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এবছর বর্ষা যেমন দীর্ঘ সময় ধরে প্রভাব ফেলেছিল, তেমনি দীর্ঘ হতে চলেছে শীত। একটানা বেশ কিছুদিন শীতের আমেজ উপভোগ করতে পারেবন বঙ্গবাসী।
আরও পড়ুন- না ফেরার দেশে ‘আগুনপাখি’, প্রয়াত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক
এমনকী এবছরের শীত অন্য বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে বলেও ধারণা আবহাওয়াবিদদের। আগামী কয়েকদিন রাতের পারদ কমলেও জাঁকিয়ে শীত বঙ্গে ঠিক কবে থেকে ঢুকতে পারে, সেব্যাপারে আগামী কিছু জানাতে পারেনি আবহাওয়া দফতর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন