Advertisment

সংক্রান্তি কাটতেই অব্যাহত পারদ-পতন, শীতের সেকেন্ড ইনিংস কতদিন চলবে?

মকর সংক্রান্তির আগে দিন কয়েক কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata weather update 10 february 2023

ফিরল শীতের আমেজ। ছবি: শশী ঘোষ।

মকর সংক্রান্তিতে কুয়াশাচ্ছন্ন ছিল। বেড়েছিল তাপমাত্রা। সংক্রান্তি কাটতেই ফের পারদ পতন শুরু। রাজ্যে শীতের সেকেন্ড ইনিংস শুরু হওয়ার ইঙ্গিত মিলল মঙ্গলবার। ফের তাপমাত্রার পারদ নিম্নমুখী। এদিন কলকাতায় কমেছে তাপমাত্রা। শহরের সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার যা ছিল ১৬.৩ ডিগ্রি। তবে স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

Advertisment

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১৫ থেকে ২৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। সকাল থেকে কুয়াশার দাপটও রয়েছে। তবে সারাদিন মেঘমুক্ত আকাশ থাকার সম্ভাবনা। বেলা বাড়লে কাটবে কুয়াশা।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে এদিন ঘন কুয়াশার চাদরে ঢাকবে। দৃশ্যমানতায় সমস্যা দেখা দেবে। দক্ষিণবঙ্গে কুয়াশা থাকবে হাল্কা থেকে মাঝারি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন ফিরল শীতের শিরশিরানি, ফের ঠান্ডার চার-ছক্কা কবে থেকে দেখবে বাংলা?

উল্লেখ্য, মকর সংক্রান্তির আগে দিন কয়েক কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। শীতও উধাও হয়েছিল। এতটাই পারদ বেড়ে গিয়েছিল যে গরম পোশাকে অস্বস্তি করছিল। জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ার দাপট কমে যাওয়ার দরুণ পারদ ঊর্ধ্বমুখী হয়ে যায়। তবে সংক্রান্তির পর যেভাবে পারদ-পতন হচ্ছে তাতে শীতের সেকেন্ড ইনিংস শুরু হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।

West Bengal Weather Today West Bengal Weather Forecast
Advertisment