নিম্নচাপের প্রভাব কেটে উত্তুরে হাওয়া বাধাহীন ভাবে ঢুকছে রাজ্যে। আগামী কয়েকদিন আরও ঢুকবে। তার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফিরছে শীতের আমেজ। আজ, বুধবার কলকাতার তাপমাত্রা আরও কমল। মঙ্গলবার রাত থেকেই কমেছে তাপমাত্রা। ফলে তিলোত্তমায় ঠান্ডা অনুভূত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও নামবে তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত কয়েকদিনের তুলনায় কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। গতকালের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২-৩ ডিগ্রি কম থাকবে। ২৪ ঘণ্টায় সেই তাপমাত্রা হতে পারে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
উল্লেখ্য, পূবালি হাওয়া ও নিম্নচাপের প্রভাব সম্পূর্ণ কেটে গিয়েছে। গতকাল থেকেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার অনুভূতি বাড়ছে। রাতের তাপমাত্রা কমতে শুরু করায় জোরালো হতে শুরু করেছে শীতের আমেজ। তবে পাকাপাকিভাবে শীত ঢুকতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে। মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত পরিষ্কার আকাশ। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট ছিল। তবে বেলা বাড়তেই কুয়াশা উধাও।
আরও পড়ুন রাজ্যজুড়ে শীতের আমেজ, আজ রাত থেকে আরও নামবে পারদ
উল্লেখ্য, এবছরের শীত অন্য বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে বলেও ধারণা আবহাওয়াবিদদের। আগামী কয়েকদিন রাতের পারদ কমলেও জাঁকিয়ে শীত বঙ্গে ঠিক কবে নামতে পারে, সেব্যাপারে আগামী কিছু জানাতে পারেনি আবহাওয়া দফতর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন