শীতেও পিছু ছাড়ছে না নিম্নচাপ। বঙ্গোপসাগরে একটি এবং আরব সাগরে আরও একটি নিম্নচাপ রয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ অন্ধপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। তারই জেরে এরাজ্যে রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেই বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই শহর কলকাতার তাপমাত্রা বাড়তে শুরু করেছে।
উধাও উত্তুরে হাওয়া। নিম্নচাপের জেরে আজ শুক্রবার থেকেই পূবালি হাওয়ার দাপট বাড়তে শুরু করবে। ফিকে হবে শীতের অনুভূতি। মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী রবি ও সোমবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আবহাওয়ার এই বদল এলেও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই।
চলতি বছরে দীর্ঘ ইনিংস খেলেছে বর্ষা। রাজ্যজুড়ে একটানা বৃষ্টির জেরে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের জেলাগুলিও। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর বর্ষা যেমন দীর্ঘ সময় ধরে প্রভাব ফেলেছিল, তেমনি এবছর লম্বা ব্যাটিং করতে পারে শীতও।
আরও পড়ুন- Daily Horoscope, 19 November 2021: বৃষের জীবনে প্রেম, অর্থলাভ বৃশ্চিকের! পড়ুন রাশিফল
এমনকী এবছরের শীত অন্য অনেক বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে বলেও ধারণা আবহাওয়াবিদদের একাংশের। তবে এখনও পর্যন্ত তেমন কোনও ইঙ্গিত নেই। কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে সেব্যাপারেও কিছু জানাতে পারেনি আবহাওয়া দফতর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন