দুর্যোগ পিছুই ছাড়ছে না বাংলার। দুর্গাপুজোর পর এবার কোজাগরী লক্ষ্মীপুজোতেও বৃষ্টি থেকে নিস্তার নেই। এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে। সোমবার রাতভর বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। মঙ্গলবারও সকাল থেকে আকাশের মুখ ভার। সারাদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার অর্থাৎ লক্ষ্মীপুজোর পর থেকে বৃষ্টি কমার ইঙ্গিত আবহাওয়া দফতরের।
আবহাওয়া দফতর জানিয়ছে, মঙ্গলবার কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওয়া ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল, বুধবার বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তার ফলে পূবালি হাওয়া বাংলায় ঢুকছে। তাই ভারী বৃষ্টিপাতের সঙ্গে দোসর হবে ঝোড়ো হাওয়া, জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন দুর্যোগ কমার লক্ষ্মণই নেই, আজও ঝেঁপে বৃষ্টি জেলায়-জেলায়
মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার কোজাগরী লক্ষ্মীপুজো। লক্ষ্মীপুজোতে কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার আবহাওয়ার পরিস্থিতিতে বেশ কিছুটা বদলের সম্ভাবনা রয়েছে।
ওই দিন ভারী বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় লক্ষ্মীপুজোর দিনেও ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন