Bengal Weather Update: মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। ঝিরঝিরে বৃষ্টিও হয়েছে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। এই পর্বে বর্ষার এই স্পেল কতদিন চলবে? কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? বিস্তারিতভাবে জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট….
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে বৃষ্টি বাড়বে। এই পর্বে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আগামী বুধবার পর্যন্ত তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়।
উপকূলের এই তিন জেলায় হতে পারে ভারী বৃষ্টি। এদিকে, বৃষ্টির হাত ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের এক দফায় তাপমাত্রা কমবে। আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। আগামী শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে।
আরও পড়ুন- ফের আন্দোলনে কুড়মিরা, আগেভাগে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ট্রেন বাতিলের ঘোষণা
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট…
বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। আগামিকাল উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙে দু'-এক পশালা ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। ওই দিনই দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। এই পর্বে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়িতে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।
আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
কলকাতায় আজ সকাল থেকে মেঘলা আকাশ। আজ গণেশ চতুর্থীর দিনে শহর কলকাতায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত ধরে তাপমাত্রাও খানিকটা কমেছে।