আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে ফের একবার শীতের পথে বড়সড় বাধা আসতে চলেছে। বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মিগজাউম। মায়ানমার এই ঝড়ের নাম দিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলাতেও? জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট।
সপ্তাহান্তে শীতের মেজাজ বেশ ফিকে। কাল থেকে আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে। ফের ঘূর্ণিঝড় দানা বাধছে বঙ্গোপসাগরে, তারই জেরে আবহাওয়ার এই উলোটপুরাণ। ডিসেম্বরের শুরুতেই শীতের আমেজে ধাক্কা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত আবহাওয়াবিদদের ধারণা ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের স্থলভাগে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়তে পারে বাংলাতেও।
ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টি?
আগামী সপ্তাহেই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়ায় বদলের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং ওড়িশা ঘেঁষা জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়ায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। অসময়ের এই বৃষ্টির জেরে শীতের আমেজ অনেকটাই ফিকে হওয়ার সম্ভাবনা প্রবল।
উত্তরবঙ্গের ওয়েদার আপডেট…
মোটের উপর উত্তরবঙ্গের আবহাওয়া একই রকম থাকবে। শীতের মেজাজ রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আপাতত আবহাওয়ার বিশেষ হেরফের হবে না। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।
আরও পড়ুন- বিদ্যুৎ চক্রবর্তী অবসর নিতেই ভোলবদল বিশ্বভারতীর! শান্তিনিকেতনে ফিরছে পৌষমেলা?
কলকাতার আবহাওয়ার আপডেট…
শহর কলকাতাতেও আগামী সপ্তাহের শুরু থেকে আবহাওয়ায় বদলের সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী সপ্তাহের শুরু থেকে শীতের আমেজ খানিকটা ফিকে হতে পারে মহানগরীতে। হালকা বৃষ্টিও হতে পারে।
আরও পড়ুন- কেঁপে উঠল বাংলা! উত্তরবঙ্গের একাধিক জেলায় ভূকম্পন অনুভূত, উৎসস্থল কোথায়?