Advertisment

শুকনো হাওয়া গিলে খাচ্ছে বাংলাকে, সহ্যের সীমা ছাড়াচ্ছে গরম! স্বস্তির বৃষ্টি কবে?

আরও অসহনীয় হতে চলেছে পরিস্থিতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Latest update on arrival of monsoon in West Bengal

তীব্র দাবদাাহে জেরবার পরিস্থিতি।

আরও অসহনীয় হতে চলেছে পরিস্থিতি। আগামী দিন পাঁচেক তাপপ্রবাহের ভয়াল রূপ দেখবে রাজ্যের একাধিক জেলা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী ৭ জুন পর্যন্ত ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। ভয়ঙ্কর পরিস্থিতিতে নাজেহাল দশা হবে আট থেকে আশির।

Advertisment

পশ্চিমের শুকনো হাওয়া যেন গিলে খাচ্ছে বাংলাকে। তারই জেরে অসহনীয় হয়ে উঠছে পরিস্থিতি। তীব্র গরমে হাঁসফাঁস দশা রাজ্যের প্রায় সর্বত্র। ফের একবার তপপ্রবাহের করাল গ্রাসে বাংলার একাধিক জেলা। শুক্রবার রাজ্যের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তাপপ্রবাহের কবলে পড়তে পারে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলা। এরই পাশাপাশি পূর্ব বর্ধমান, মালদহ ও দুই দিনাজপুরেও আজ তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।

আরও পড়ুন- চলন্ত ট্রেনে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিলেন প্রসূতি, পাশে দাঁড়াল রেল, বাকিটা ইতিহাস!

চাঁদিফাটা গরমে হাঁসফাস দশা হবে শহর কলকাতায়। একইভাবে জ্বালাপোড়া আগুনে পুড়ে খাক হবে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং ও কালিম্পং বাদ দিলে বাকি জেলাতে গরমের দাপট থাকবে। শুক্রবার ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বাসিন্দাদের।

আগামী ৬-৭ জুন নাগাদ পরিস্থিতি চরমে ওঠার আশঙ্কা প্রবল। কোনও কোনও জেলায় ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা। আগামী ৩-৪ তারিখ নাগাদ রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টিতেও অসহ্যকর পরিস্থিতি থেকে পরিত্রাণ মেলার সম্ভাবনা নেই বললেই চলে।

West Bengal Weather Report weather update Heat Wave
Advertisment