ভরা ভাদ্রে কালঘাম ছুটছে বঙ্গবাসীর। আজ সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দশা কলকাতায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মোটের উপর ছবিটা একই। বেলা যত বাড়বে জেলাগুলিতে এই অস্বস্তি তুঙ্গে ওঠার সম্ভাবনা প্রবল।
এবছর গোটা রাজ্যেই বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে। মাঝে কয়েকটি নিম্নচাপে আশার আলো দেখা গেলেও বৃষ্টির ঘাটতি পূরণ হয়নি। তুলনায় উত্তরের জেলাগুলিতে বেশি বৃষ্টি হলেও তাও ঘাটতি পূরণে ব্যর্থ। পুজোর আগে গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরম বঙ্গে। আজও সেই পরিস্থিতির বদল নেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও দিনভর থাকবে অস্বস্তিকর আবহাওয়া। আর্দ্রতাজনিত অস্বস্তিতে বাড়বে ভোগান্তি।
শহর কলকাতাতেও সকালের দিকে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে বেলার দিকে পরিস্থিতির কিছুটা হলেও বদল ঘটতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, তেড়ে বৃষ্টি না হলেও আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন- কয়লাকাণ্ডে আজই তলব অভিষেককে, সিজিও-য় হাজিরা দেবেন তৃণমূল নেতা?
সেই বৃষ্টির হাত ধরেও অস্বস্তি পুরোপুরি কাটার ইঙ্গিত নেই। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। আগামী কয়েকদিনে আবহাওয়ায় বড়সড় বদল না হলে এই পরিস্থতিতির বিশেষ বদল হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আর কয়েকদিনের মধ্যেই বঙ্গে বর্ষার বিদায়ের ঘণ্টা বেজে যাবে। সেদিক থেকে দেখতে গেলে এবার বর্ষায় বৃষ্টির ঘাটতি পূরণের আশা আর যে নেই তা বলাই চলে।
অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুদুয়ারে। একইভাবে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।