আচমকা ব্রেক কষার পর ফের গতি বাড়াল শীত। কলকাতায় খানিকটা কমল তাপমাত্রা। সোমবারের পর মঙ্গলবার সকালে পারদ পতন শহরে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দিনভর তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। সকালে কুয়াশার আধিক্য থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন ঠান্ডা থাকবে শহরে।
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে সাময়িক ভাবে বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। আর সেই কারণেই তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছিল। কিন্তু আশার খবর, মঙ্গলবার থেকে পারদ পতনের পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে হাওয়া বদল হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হবে বিপরীত ঘূর্ণাবর্ত। এর পর জলীয় বাষ্প ঢুকতে শুরু করলে, তাপমাত্রা বাড়বে। ফলে এবার বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। উষ্ণতা থাকবে।
আরও পড়ুন গতি বাড়িয়েই হঠাৎ ব্রেক কষল শীত, ঠান্ডার জোরালো কামব্যাক কবে? জানুন দিনক্ষণ
যদিও কলকাতায় আগের থেকে তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ রয়েছে স্বমহিমায়। কলকাতা ছাড়া বাকি জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়েছে। পশ্চিমাঞ্চলে বেলা পর্যন্ত কুয়াশার দাপট থাকছে। উত্তরবঙ্গেও দাপুটে ব্যাটিং করছে শীত। দার্জিলিং-সহ উত্তরের জেলাগুলিতে কনকনে ঠান্ডায় হাড়কাঁপুনি দিচ্ছে সাধারণ মানুষের।