বঙ্গে শীতের ইনিংস শুরুতে বাধা নিম্নচাপ। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যে কারণে রবিবার রোদ ঝলমলে আকাশ ঢাকতে পারে মেঘ। তাপমাত্রা বাড়বে এবং তার জেরে রবি-সোমবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে শনিবার আকাশ পরিষ্কারই থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। ফলে শীত শীত ভাব বেলা বাড়তেই উধাও হবে।
গত সপ্তাহের শেষের দিকেই বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ছিল। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। এই সপ্তাহান্তেও একই ছবি দেখা যেতে পারে। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ অন্ধ্র-তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাওয়ার কথা।
এই নিম্নচাপের জেরে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঢুকবে। যার জেরে রবিবার এবং সোমবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তাপমাত্রা রাত থেকেই বাড়তে শুরু করেছে ইতিমধ্যে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন হতে পারে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন শীতের অনুভূতি ফিকে, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে রাজ্যে বৃষ্টি
চলতি বছরে দীর্ঘ ইনিংস খেলেছে বর্ষা। রাজ্যজুড়ে একটানা বৃষ্টির জেরে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের জেলাগুলিও। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর বর্ষা যেমন দীর্ঘ সময় ধরে প্রভাব ফেলেছিল, তেমনি এবছর লম্বা ব্যাটিং করতে পারে শীতও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন