Advertisment

নিম্নচাপের জেরে শিকেয় পুজোর কেনাকাটা, বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?

রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Kolkata Weather Forecast 2 November 2023

আবারও রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা।

বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কখনও ঝমঝম করে, আবার কখনও ঝিরিঝিরি। বৃষ্টি হয়েই চলেছে। শুধু কলকাতা নয়, নিম্নচাপের বৃষ্টির জেরে রাজ্যের অন্যান্য জেলাতেও একই চিত্র। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে এদিন।

Advertisment

পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা গিয়েছে। ফলে বৃষ্টিপাত চলবে। কলকাতাতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন প্রবল বৃষ্টির সতর্কতা! এবার বর্ষার রুদ্র মূর্তি দেখবে কোন কোন জেলা?

এ ছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বিক্ষিপ্ত এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পুজোর আর বাকি এক মাস। আগামী মাসে ২০ তারিখ ষষ্ঠী। তার আগে আবহাওয়ার খামখেয়ালিপনায় পুজোর কেনাকাটার বাজার মার খাচ্ছে। নিম্নচাপের কারণে কপালে চিন্তার ভাঁজ বিক্রেতাদের।

West Bengal Weather Forecast monsoon West Bengal Weather Forecast
Advertisment