ঘন কুয়াশায় ঢাকল কলকাতা। একধাক্কায় তাপমাত্রাও বাড়ল অনেকটা। কুয়াশার জেরে শির শিরে ভাব উধাও। নভেম্বরের শেষ দিকে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বাধা পাচ্ছে শীত। বঙ্গ জাঁকিয়ে ঠান্ডা তাই পড়তে দেরি হচ্ছে। নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়েছে ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকে এই পরিস্থিতি বাংলার। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামিকাল থেকে নামবে তাপমাত্রার পারদ। সপ্তাহের শেষ দিকে রাজ্যজুড়ে শীতের আমেজ থাকবে।
আজ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও সকাল থেকে ঘন কুয়াশায় মোড়া। তিলোত্তমায় আজ সারাদিন মেঘে ঢাকা থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢোকার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন নিম্নচাপের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, সপ্তাহ শেষেই পারদ-পতন
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। বুধবার থেকেই আবহাওয়ার বদল টের পাওয়া যাবে। নিম্নচাপের প্রভাব কেটে গেলে ধীরে ধীরে নামবে পারদ।
সপ্তাহ শেষে শীতের অনুভূতি এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে যেতে পারে বলেও মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকী শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি মিলতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন