ফের এক দফায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। উত্তরবঙ্গের জেলাগুলিতে গত মঙ্গলবার থেকেই ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই পর্বে আগামী ২৬ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাওয়ার প্রবল ইঙ্গিত রয়েছে।
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস সত্যি করে গত মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি চলছে। এই পর্বে আগামী ২৬ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তেড়ে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরপনা, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন- ইসরোর যানের চাঁদ ছোঁয়ার দিনই, সোশ্যাল মিডিয়ায় ধুন্ধুমার, সরাসরি টুইটযুদ্ধে অভিষেক-শুভেন্দু
এরই পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ ও আগামিকাল উপরের দিকের পাঁচ জেলায় তুমুল বৃষ্টির সতর্কতা রয়েছে। পার্বত্য অঞ্চলের দুই জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোটের উপর আগামী ২৬ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গেও। আগামিকালের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে।