নিম্নচাপের জেরে গত কয়েকদিন বেড়েছিল তাপমাত্রা। জলীয় বাষ্প এবং ধূলিকণার জেরে কুয়াশায় ঢেকেছিল কলকাতা। বুধবার থেকে ফিরল শীতের আমেজ। কলকাতায় একধাক্কায় ২ ডিগ্রি নামল তাপমাত্রার পারদ। আজ, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি।
গতকালও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। নিম্নচাপের প্রভাবে কুয়াশায় ঢেকেছিল তিলোত্তমা। তবে নিম্নচাপের ভ্রুকুটি কেটে গিয়ে ফিরেছে শীতের আমেজ। কুয়াশা আর উত্তুরে হাওয়ার জেরে কলকাতা-সহ জেলায় জেলায় শীতের আমেজ। এই সপ্তাহের শেষে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। বুধবার থেকেই আবহাওয়ার বদল টের পাওয়া গেছে। নিম্নচাপের প্রভাব কেটে গেলে ধীরে ধীরে নামবে পারদ।
সপ্তাহ শেষে শীতের অনুভূতি এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে যেতে পারে বলেও মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকী শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি মিলতে পারে।
আরও পড়ুন ঘন কুয়াশায় ঢাকল কলকাতা, একধাক্কায় ২ ডিগ্রি বাড়ল তাপমাত্রা
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সকাল থেকে ঘন কুয়াশায় মোড়া। তিলোত্তমায় আজ সারাদিন আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন