ঝঞ্ঝার প্রভাব কেটে বাংলায় পারদ পতনের পূর্বাভাস। আজ, মঙ্গলবারও দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার ইঙ্গিত। দোসর হবে কুয়াশা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে পারদ পতন নিয়ে আশার খবর শুনিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আরও দিন দুয়ের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পর থেকে সেখানে তাপমাত্রা কমবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতা-সহ সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে। আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। সঙ্গে কুয়াশা থাকবে। তবে মাঘের মাঝামাঝি পারদ পতন হলেও তা বেশিদিন স্থায়ী হবে না বলে ধারণা আবহবিদদের। শীতের কামড়ের এই শেষ দফা হতে পারে।
আরও পড়ুন ঘূর্ণাবর্ত-ঝঞ্ঝার জোড়া ফলায় আজও রাজ্যজুড়ে বৃষ্টি
আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবারের পর থেকে ফের নামতে শুরু করবে পারদ। রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমে যাওয়ার শীতের অনুভূতি ফের একবার জোরালো হবে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী বুধবার পর্যবন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দার্জিলিংয়ের বেশ কয়েকটি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।