Advertisment

আজ থেকে উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে, সপ্তাহ শেষেই জাঁকিয়ে শীত?

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Forecast 25 November 2021

সপ্তাহান্তেই জাঁকিয়ে শীত?

নিম্নচাপের চোখরাঙানি কাটতেই নামতে শুরু করেছে পারদ। ইতিমধ্যেই শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। সপ্তাহের শেষ দিকে থেকে রাজ্যজুড়ে শীতের আমেজ আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisment

শহর কলকাতা-সহ গোটা রাজ্যেই শীতের আমেজ ভালো মতো টের পাওয়া যাচ্ছে। রাতের তাপমাত্রা একধাক্কায় বেশ খানিকটা কমে যাওয়ায় ছ্যাঁকছ্যাঁকে ভাব তীব্র হচ্ছে। ভোরের দিকে বেশ ঠান্ডা লাগছে। আবহাওয়ার গতি প্রকৃতিতে বড়সড় কোনও বদল না এলে এবার শীতের আমেজ আরও জোরালো হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

সপ্তাহ শেষে কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও আজ থেকেই পারদ আরও নামবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি।

আরও পড়ুন- কিশোরের মাথা খুবলে খেল ভাল্লুক, ‘মানুষখেকো’ প্রাণী পিটিয়ে মারল জনতা

অন্যদিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও আজ থেকে ঠান্ডা আও বাড়বে। আজ বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন

weather update weather today West Bengal Weather Today
Advertisment