West Bengal Weather Update: পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি। জলযন্ত্রণা কমেনি, তার মধ্যেই ফের বৃষ্টি শুরু। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপের, যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী কয়েকদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া জেনে নিন-
দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে। বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়।
আরও পড়ুন বেলা গড়ালেই বদল আবহাওয়ায়! পুজোর মুখেই ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?
কলকাতার আবহাওয়া (Kolkata Weather Update)
তিলোত্তমাতেও বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর। কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে আজ, বুধবার। দিনভর মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি বৃষ্টির জন্য তাপমাত্রার পারদ নামবে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।