আজ, বুধবারও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতেও হাল্কা বৃষ্টির পূর্বাভাস। ঝঞ্ঝার জেরে পারদের ওঠা-নামা অব্যাহত। আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.০৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি।
সকাল থেকেই কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট। কুয়াশার জেরে দৃশ্যমানতা কম। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কাল, বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার থাকবে। রাতের দিকে হবে পারদ পতন। শনি-রবিবার ৩ থেকে ৫ ডিগ্রি নামতে পারে পারদ।
সপ্তাহান্তে মিলবে শীতের আমেজ। তবে শনিবার উত্তর-পশ্চিম ভারতে ফের ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে শীতের আমেজ বেশিদিন স্থায়ী হবে না। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবারের পর থেকে আগামী কয়েকদিন ধীরে ধীরে কমবে তাপমাত্রা। মাসের শেষে ১৩ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা।
আরও পড়ুন আজও কিছু জেলায় বৃষ্টি-কুয়াশা, কলকাতায় কাল থেকে পারদ পতনের পূর্বাভাস
আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবারের পর থেকে ফের নামতে শুরু করবে পারদ। রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমে যাওয়ার শীতের অনুভূতি ফের একবার জোরালো হবে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী বুধবার পর্যবন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দার্জিলিংয়ের বেশ কয়েকটি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।