Advertisment

দিন কয়েকেই বিরাট বদল আবহাওয়ায়! মাঠে মারা যাবে শীত?

রাজ্যজুড়ে শীতের আমেজ। আপাতত দিন কয়েক এমনই আবহাওয়া থাকবে রাজ্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?

Bengal Weather Update: রাজ্যজুড়ে শীতের আমেজ। আপাতত দিন কয়েক এমনই আবহাওয়া থাকবে রাজ্যে। তবে তারপর থেকে আবহাওয়ায় বদল আসতে পারে। আন্দামান সাগরে তৈরির পথে ঘূর্ণাবর্ত। সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে ওই নিম্নচাপই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কাও বেড়েছে। তবে কি নিম্নচাপের জেরে শীত বাধাপ্রাপ্ত হতে পারে? জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট।

Advertisment

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার আন্দামান সাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপের চাপের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও আংশিক প্রভাব পড়তে পারে।
তবে বঙ্গে শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। যার একটি ঢুকছে রবিবারেই অন্যটি আগামী বৃহস্পতিবার। এই জোড়া ঝঞ্ঝা রাজ্যের আবহাওয়ায় বড় বদল আনতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী সোমবার পর্যন্ত শীতের আমেজ বহাল থাকবে রাজ্যজুড়ে। মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে রাজ্যের একাধিক জেলায়। একটু হলেও বাড়বে তাপমাত্রা। শীতের অনুভূতিও ফিকে হবে।

আরও পড়ুন- পাহাড়ঘেরা বাংলার এই গ্রাম যেন ফ্রেমবন্দি ছবি! হৃদয় জুড়নো পরিবেশে মন্ত্রমুগ্ধকর অনুভূতি!

আগামী দিন তিনেক শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশেই থাকবে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের অনুভূতি বেশি থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির আশেপাশে পাশে থাকবে।

West Bengal winter weather update Weather Forecast Kolkata Weather
Advertisment