কনকনে শীতে কাঁপছে উত্তর ভারত। কিন্তু বাংলায় শীতের দেখা নাই। ভরা পৌষেও ঠান্ডা থেকে বঞ্চিত বঙ্গবাসী। শীতকালেও এই অবস্থার জেরে লেপ-কম্বলের থেকে দূরত্ব বাড়ছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। শীতের আমেজ উধাও হতেই বর্ষশেষের আনন্দ মাটি হওয়ার জোগাড়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবারের চেয়ে তাপমাত্রা বেড়েছে আজ, মঙ্গলবার। শুক্রবার থেকে মঙ্গলবার, গত চারদিনে একধাক্কায় ৬ ডিগ্রি বেড়েছে পারদ।
ভরা পৌষে এমন পারদ চড়ছে কেন, তার কারণ হিসাবে হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। যার জেরে সমুদ্রের বাতাস বাংলার তাপমাত্রা বাড়িয়েছে। উত্তুরে হাওয়াও শক্তি হারিয়েছে। যার ফলে উধাও হয়েছে শীত। কনকনে ঠান্ডা থেকে দূরে বাঙালি।
আরও পড়ুন গলদঘর্ম বড়দিনে উধাও শীত, বর্ষশেষে পারদ-পতন হবে কি, বড়সড় আপডেট হাওয়া অফিসের
তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বিকেলের পর থেকে রাজ্যে হাওয়া বদলে র সম্ভাবনা রয়েছে। উচ্চচাপ বলয়ের অবস্থান বদলাবে। ২৪ ঘণ্টা পর থেকে পারদ-পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আগামী কয়েক দিন ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি। উত্তরবঙ্গে আরও কমবে তাপমাত্রা। হাড় কাঁপুনি ঠান্ডা পাবেন উত্তরবঙ্গের বাসিন্দারা।