Bengal Weather Update: এবছর নির্ধারিত সময়ের চেয়ে রাজ্যে দেরিতে ঢুকেছে বর্ষা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জুনের পর জুলাই মাসেও বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে। ভরা বর্ষাতেও দেখা নেই মুষলধারে বৃষ্টির। তবে এবার কি সেই খরা কাটার পালা? বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তারই জেরে আবহাওয়ায় বেশ খানিকটা বদল আসতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, শক্তি বাড়িয়ে সেটিই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। সেই নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- ষাটের বেশি অ্যাকাউন্টে কোটি-কোটি টাকা! মানিকের ‘লুঠের খাজানা’র হিসেবে নাস্তানাবুদ ইডি!
তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী শনিবার থেকে নিম্নচাপের জেরেই আবহাওয়ায় বদল আসতে পারে। সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আরও পড়ুন- পাহাড় ঢালের এক চিলতে গ্রাম, সবুজে সবুজ বাংলার এপ্রান্তে হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা!
অন্যদিকে, উত্তরববঙ্গে এবছর প্রাক বর্ষার বৃষ্টিও যেমন হয়েছে, তেমনই পাকাপাকিভাবে বর্ষা ঢোকার পরেও প্রায় সব জেলাতেই বৃষ্টি চলেছে দফায় দফায়। এবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ফের এক দফায় ভারী বৃষ্টির ইঙ্গিত মিলেছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং ও কালিম্পঙে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।