রোদ ঝলমলে আকাশ, শরতের আকাশে পেঁজা তুলোর মেঘ। কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েই যাচ্ছে। সপ্তাহান্তে ফের ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শনিবার থেকে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহশেষে পুজোর কেনাকাটায় বাদ সাধতে পারে বৃষ্টি।
সোমবার থেকে আবহাওয়ার খানিকটা বদল হয়েছে। মঙ্গলবার কলকাতার কিছু এলাকায় ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজলেও বুধবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। কিন্তু এই আবহাওয়া বদলে যেতে পারে সপ্তাহান্তে। শুক্রবার উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা পরে নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শনিবার থেকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলে ঘেরা জেলাগুলির বিক্ষিপ্ত এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। তা ছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন আশ্বিনের শুরুতে জমিয়ে ব্যাটিং বর্ষার! আরও তুমুল দুর্যোগ দুয়ারেই? রইল লেটেস্ট আপডেট
বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি এলাকায় বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সপ্তাহশেষে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে।
পুজোর আর একমাসও বাকি নেই। ২০ অক্টোবর ষষ্ঠী। তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় পুজোর বাজার জমতে শুরু করেছে। এর মধ্য নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাসের জেরে কেনাকাটা মাটি হতে পারে। চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে।