একদিকে উত্তরে কনকনে শীত, সিকিম-দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাত। অন্যদিকে, দক্ষিণে কলকাতা-সহ একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রা। দুই প্রান্তে আবহাওয়ার দুরকম চিত্র। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবারের থেকে বাড়বে মঙ্গলবারের তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রির আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রার কোনও হেরফের হবে না। তার পর থেকে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। তাও সামান্য।
মঙ্গল ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে ঢুকে পড়েছে পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। বাড়ছে তাপমাত্রার পারদ। বছরের শেষে রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই।
কিন্তু উত্তর ভারতে দাপট বাড়ছে শীতের। কাশ্মীর থেকে উত্তরাখণ্ড, হিমাচলে তুষারপাত হয়েছে। বরফ পড়েছে সিকিম এবং দার্জিলিংয়ের সান্দাকফুতেও। উত্তরে যখন দাপট শীতের, তখন দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি। ৩০ ডিসেম্বর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকবে। বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর ঝকঝকে আকাশ থাকবে।
আরও পড়ুন ডিসেম্বর শেষেও ঊর্ধ্বমুখী পারদ, পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
শীতপ্রেমী বাঙালির মন খারাপ। একের পর এক ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের প্রভাবে মুখ লুকিয়েছে শীত। ডিসেম্বর শেষ হতে চললেও এখনও হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গী হতে পারেনি বাঙালি। মাঝে এক-দু’দিন হুড়মুড়িয়ে পারদ নামলেও তা স্থায়ী হয়নি। ফের রাজ্যে ঢুকে পড়ে শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এবার তারই জেরে রাজ্যে ফের এক দফায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
ঝঞ্ঝা কাটতে শুরু করলেই ফের ফিরবে শীত। এমনই জানাচ্ছে আবহাওয়া দফতর। এখনও পর্যন্ত আবহাওয়ার যা পরিস্থিতি তাতে নতুন বছর শুরুর আগে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি মিলবে না। তবে নতুন বছর শুরুর কয়েকদিন পর থেকেই ফের নামতে পারে পারদ।