আপাতত রাজ্যে ঝড়-বৃষ্টির জেরে মনোরম আবহাওয়া। এই একই পরিস্থিতি রবিবারেও বহাল থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দিনে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকলেও বিকেলের পর থেকে বদলাবে আবহাওয়া। ফের এক দফায় ঝড়-বৃষ্টির জেরে মিলতে পারে স্বস্তি।
আজ রবিবার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিন বঙ্গের একাধিক জেলায় বৃষ্টি সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল অর্থাৎ সোমবার থেকে আপাতত দিন কয়েক রাজ্যজুড়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ১.৪ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিন্ম তাপমাত্রা ২২.৮ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৪ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিপ আদ্রতা ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ০.৩ মিলিমিটার।
পরপর দু’দিন কালবৈশাখী ঝড়ের দোসর ছিল বৃষ্টি। তারই জেরে রাজ্যের প্রায় সর্বত্র তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে। যার জেরে ভরা জ্যেষ্ঠ্যে মনোরম আবহাওয়ায় দিলখুশ বাঙালির। দিনে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বিকেলের পর থেকে কার্যত তা উধাও।
ঝড়-বৃষ্টির হাত ধরে কমছে তাপমাত্রা। রবিবার বিকেলের পর থেকেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ফের এক দফায় বাড়তে শুরু করবে।
আগামী বৃহস্পতিবারের পর ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে আপাতত সামনের সপ্তাহের প্রথম দিকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।