বড়দিনের আগেই উধাও হয়েছিল কনকনে শীত। বুধবার আরও বাড়ল কলকাতার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হল ১৭.৫ ডিগ্রির কাছাকাছি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পেয়েছে। সেই ঝঞ্ঝা ক্রমশ পূর্ব ভারতের দিকে এগিয়ে আসছে বলে শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই ঝঞ্ঝার কারণেই আজ এবং আগামিকাল বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা, দুই পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, বর্ধমান এবং নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়।
হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়। মেঘলা আবহাওয়ার জন্য শীতের আমেজ উধাও হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা প্রায় ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি পেরোতে পারে।
আরও পড়ুন বছরের শেষে বৃষ্টির ভ্রুকুটি, বঙ্গে জাঁকিয়ে শীতের পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা
শীতপ্রেমী বাঙালির মন খারাপ। একের পর এক ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের প্রভাবে মুখ লুকিয়েছে শীত। ডিসেম্বর শেষ হতে চললেও এখনও হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গী হতে পারেনি বাঙালি। মাঝে এক-দু’দিন হুড়মুড়িয়ে পারদ নামলেও তা স্থায়ী হয়নি। ফের রাজ্যে ঢুকে পড়ে শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এবার তারই জেরে রাজ্যে ফের এক দফায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
ঝঞ্ঝা কাটতে শুরু করলেই ফের ফিরবে শীত। এমনই জানাচ্ছে আবহাওয়া দফতর। এখনও পর্যন্ত আবহাওয়ার যা পরিস্থিতি তাতে নতুন বছর শুরুর আগে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি মিলবে না। তবে নতুন বছর শুরুর কয়েকদিন পর থেকেই ফের নামতে পারে পারদ।