দিন কয়েক দফায়-দফায় মাঝারি-ভারী বৃষ্টির পর বর্ষা ব্রেক কষল দক্ষিণবঙ্গে। আপাতত দিন চারেক ভারী বৃষ্টির সম্ভাবনা কম কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বরং আগামী কয়েকদিন ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফের একবার আর্দ্রতাজনিত অস্বস্তিতে কাবু হতে পারেন দক্ষিণবঙ্গের জেলাগুলির বাসিন্দারা। ফের কবে থেকে দক্ষিণবঙ্গে জোরালো বৃষ্টির দাপট ফিরবে সেব্যাপারে এখনও কিছু জানায়নি আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে কিন্তু বর্ষার তুফানি ইনিংস জারি থাকবে।
বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝমঝমিয়ে বৃষ্টি নামেনি। কোথাও-কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রৌদ্রজ্বল আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ফের একবার আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। এই পর্বে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জোরালোভাবে বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- আদালতের গুঁতোয় হুঁশ ফিরল কমিশনের, আরব থেকে দাখিল তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল
তবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায়। একইভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়-সহ কয়েকটি জেলায়। যে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জোরালো বৃষ্টি চলছিল, তা সরে যাওয়াতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির দাপট কমবে।
তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি চলবে। বরং আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলায় ভারী থকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতেও।