অস্বস্তি চরমে উঠবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তীব্র অস্বস্তিকর গরম। এককথায় মাত্রাছাড়া গরমে নাভিশ্বাস দশা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই অস্বস্তিকর প্যাচপ্যাচে গরম বহাল থাকবে আপাতত। আগামী কয়েকদিনে গরমে নাজেহাল পরিস্থিতি চরমে ওঠার প্রবল আশঙ্কা রয়েছে। বাতাসে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প থাকার জেরেই জ্বালাপোড়া গরম অনুভূত হচ্ছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
ভ্যাপসা গরমে জেরবার দশা। শহর থেকে জেলা, কাহিল আট থেকে আশি। আপাতত অসহ্য গরম থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। উল্টে তাপপ্রাবেহর সতর্কতা দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া ও হুগলি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
আরও পড়ুন- করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা: কোন জিনিসটি থাকলে অ্যাক্সিডেন্টটাই হতো না? বললেন মমতা
শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে অসহ্যকর গরমে জেরবার পরিস্থিতি তৈরি হতে পারে মহানগরীতে। কলকাতা ও দুই ২৪ পরগনায় আগামী ৬ ও ৭ জুন তীব্র গরমে চরম পরিস্থিতি তৈরি হতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য এলাকার দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।