Bengal Weather Update: নিম্নচাপের গেরো কাটলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপের জেরে গত কয়েকদিন আগে পর্যন্তও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে। আপাতত নিম্নচাপ সরতেই কমেছে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এখনই নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মর্শিদাবাদ জেলায়। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, দুই পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। কাল রবিবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- আটক ব্যক্তির মৃত্যু লক আপে, পুলিশের বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগে ধুন্ধুমার-কাণ্ড
আগামিকাল বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরের ছবিটা ভিন্ন। বরং উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে মনে করছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতেও হালকা বৃষ্টি চলবে।