West Bengal Weather Forecast, 6 June 2021: বাংলাজুড়ে দাবদাহ। নাজেহাল রাজ্যবাসী। শনিবার দিনভর কড়া রোদের পর অবশ্য কলকাতা সহ সংলগ্ম বিভিন্ন জেলায় ক্ষণিকের বৃষ্টি হয়। আর তাতেই যেন মেনে স্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজও বাংলার একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হতে পারে বৃষ্টিপাত। বাংলার বিভিন্ন জেলায় আগামী সপ্তাহে বৃষ্টিপাত বাড়বে। মাঝামাঝি থেকে ভারী বৃষ্টি হবে।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়ায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৮৯ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আগামী ১১ জুন নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবেই রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। আর তার জেরেই স্বস্তির বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম, ছত্তীসগড়েও বর্ষা ঢুকবে। এর প্রভাবে বাংলার বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি হতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন