চৈত্রেই ভরা বৈশাখের দহনজ্বালা অনুভূত হচ্ছে রাজ্যের একটি বড় অংশে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ক্রমেই অসহনীয় হয়ে উঠেছে। চৈত্রেই এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছেন আবহাওয়াবিদরা। অল্প ক'দিনেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরির আশঙ্কা করা হচ্ছে। শহর কলকাতার তাপমাত্রা চল্লিশ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদদের অনেকে।
এবার পয়লা বৈশাখের আগেই কি কলকাতা শহরের তাপমাত্রা চল্লিশ ছুঁয়ে যাবে? এপ্রিলেই সূর্যের এই আগুনে পারফরম্যান্সে আশঙ্কা কিন্তু বাড়ছে। বৃষ্টির নামগন্ধ নেই। সাধারণভাবে এপ্রিল মাসে এমন গরমের অনুভূতি সচরাচর থাকে না। তবে এবার তার ব্যতিক্রম হচ্ছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিত তৈরি হয়েছে।
আরও পড়ুন- দ্বিতীয় ধনখড় জমানার আভাস? বঙ্গ রাজনীতিতে সিদুঁরে মেঘ!
সামনের সপ্তাহের শুরুর দিকেই মহানগরী কলকাতার তাপমাত্রা চল্লিশ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা হাওয়া অফিসের। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতাও দিয়েছে আবহাওয়া দফতর।
আপাতত আগামী দিন পাঁচেক কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে।