দুর্যোগ কাটতেই বঙ্গে ফিরল শীতের আমেজ। বুধবার কলকাতায় পারদ নামল কুড়ির নীচে। আজ, বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যদিও এটা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা দেখা গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে পারদ পতন হবে। সপ্তাহান্তে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় স্বাভাবিকের থেকে নীচে নামবে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীত এখনই নয়, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তার জন্য। সপ্তাহ শেষে তাপমাত্রা অনেকটাই নামতে পারে বলে পূর্বাভাস। আকাশও পরিষ্কার থাকবে। আপাতত দুর্যোগের সম্ভাবনা আর নেই।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা তিনদিন বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। নিম্নচাপের জেরে শীতের আমেজ উধাও হয়েছিল।
আরও পড়ুন দুর্যোগ কাটিয়ে আবহাওয়ার উন্নতি, সপ্তাহান্তে বঙ্গে জাঁকিয়ে শীত
আবহাওয়া দফতরের সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৮.৩০ থেকে সোমবার ৮.৩০ পর্যন্ত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৭৫ মিমি। ১৯৮১ সালের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এমন রেকর্ড পরিমাণ বৃষ্টি দেখল তিলোত্তমা। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে।
এরপর কয়েকদিন স্বাভাবিক থাকবে আবহাওয়া। ১১ ডিসেম্বর থেকে পারদ পতন শুরু হতে পারে। তারপর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্থায়ীভাবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন