/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/winter.jpg)
শীতের পথে ফের কাঁটা ঝঞ্ঝা। তারই জেরে পারদ ঊর্ধ্বমুখী।
শীতের আমেজ ক্রমেই বাড়ছে বঙ্গে। প্রতিদিন একটু একটু করে নামছে পারদ। রবিবারের তুলনায় সোমবার আরও খানিকটা নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। তবে তাপমাত্রা নামলেও জাঁকিয়ে শীতে ঢের দেরি। অন্তত আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনই। ডিসেম্বর মাসের ১৫ তারিখের আগে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
উল্লেখ্য, কালীপুজোর আগে থেকেই একটু একটু করে নামতে শুরু করেছিল রাতের তাপমাত্রা। ভোরে শীত-শীত ভাব থাকছে। তবে বেলা বাড়তেই শীতের আমেজ হচ্ছে ফিকে। ফের একবার সূর্য ডুবতেই আবহাওয়ার বদল। সন্ধের পর থেকে নামতে শুরু করছে তাপমাত্রা। শীতের অনুভূতি মিলছে রাজ্যজুড়ে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের দিকে রীতিমতো ঠাণ্ডার আমেজ মিলছে।
তবে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত আগামী পাঁচদিন রাজ্যে আবহাওয়ার বিশেষ বদল হবে না। দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি একই থাকবে। এদিকে, মঙ্গলবার তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে তার জেরে এরাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও নিম্নচাপের জেরে রাজ্যে ঠাণ্ডার গতি কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন- আন্তর্জাতিক জলসীমা বুঝতে ভুল, পাক বাহিনীর গুলিতে ঝাঁঝরা ভারতীয় মৎস্যজীবী
এবছরের শীত অন্য অনেক বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে। এমনই বলছেন আবহাওয়াবিদদের একাংশ। এবার বর্ষা যেমন দীর্ঘ ইনিংস খেলেছে, তেমনি ক্রিজ আঁকড়ে বেশ কিছুদিন পড়ে থাকতে পারে শীত। ইতিমধ্যেই আবহাওয়াবিদদের সেই অনুমানের ইঙ্গিত মিলতে শুরু করেছে।
তবে জাঁকিয়ে শীত পড়ার এখনই কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৫ ডিসেম্বরের পর থেকে রাজ্যে হাড়কাঁপানো ঠাণ্ডার অনুভূতি মিলতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে দার্জিলিঙের পারদ ৮ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। আগামী কয়েকদিনে দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন