Advertisment

দাপট বাড়াবে হিমেল হাওয়া! ভাইফোঁটা মিটলেই বঙ্গে কনকনে ঠান্ডা?

পূর্বাভাস মতোই ধীরে ধীরে নামছে পারদ। শীতের অনুভূতি শহর থেকে জেলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata weather update today 8 january 2024

শীতের মেজাজ বেশ ফিকে।

Bengal Weather Update: পূর্বাভাস মতোই ধীরে ধীরে নামছে পারদ। শীতের অনুভূতি শহর থেকে জেলায়। একটু একটু করে বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এবার মনোরম পরিবেশেই কাটবে কালীপুজো ও ভাইফোঁটা। তবে আশঙ্কাও একটা থাকছে। শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে না তো নিম্নচাপ? কনকনে ঠান্ডা পড়তে এখনও ঠিক কতটা দেরি? সব নিয়েই রইল আবহাওয়ার বিস্তারিত আপডেট।

Advertisment

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট…

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন শহর কলকাতার পাশাপাশি লাগোয়া জেলাগুলিতে সকাল-সন্ধে শীতের আমেজ থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার কামড় থাকবে বেশি। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের মধ্যেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমানে আরও ঠান্ডা পড়বে। ১৮ ডিগ্রির নীচে নেমে যেতে পারে ওই জেলাগুলির তাপমাত্রা। পুরুলিয়ায় আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের মধ্যেই শীতের অনুভূতি বেশ বাড়তে পারে। শহর কলকাতায় ধীরে ধীরে পারদ পতন জারি। তবে শনিবারের পর আরও তাপমাত্রা নামার স্পষ্ট ইঙ্গিত রয়েছে মহানগরীতে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…

উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালোমতো শীতের আমেজ রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি ছাড়াও আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। অন্য জেলাগুলিতেও শীতের কামড় ভালো মতো টের পাওয়া যাবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের মেজাজ বহাল থাকবে। তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।

আরও পড়ুন- পার্থ ইতিহাস! অনুব্রতর মতোই জ্যোতিপ্রিয় নিয়ে অবস্থান মুখ্যমন্ত্রীর, নীরব ‘যুবরাজ’

শীতের পথে বাধা নিম্নচাপ?

আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তা থেকে আবহাওয়ায় বদল আসতেও পারে। যদিও সেই নিম্নচাপের এরাজ্যে কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

কবে থেকে কনকনে ঠান্ডা?

ধীরে ধীরে বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট। শহর থেকে জেলায় বাড়ছে শীতের অনুভূতি। তবে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে পড়তে পারে সেব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও ইঙ্গিত দেয়নি আবহাওয়া দফতর।

West Bengal weather update Weather Forecast Kolkata Weather
Advertisment