ধেয়ে আসছে 'মোকা'? বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ওই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে সোমবার সকালে নিম্নচাপে পরিণত হতে পারে। পরে সেই নিম্নচাপ আগামী বুধবারের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে 'মোকা'। আর এই 'মোকা'র ভয়েই তটস্থ দশা দেশের চার রাজ্যের। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। ঘূর্ণিঝড় শঙ্কার মাঝেই গরম বাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফের এক দফায় অস্বস্তিকর গুমোট পরিস্থিতি ফিরবে।
একের পর এক ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি বঙ্গে। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল নিয়ে বিশদে তথ্য দেয়নি মৌসম ভবন। তবে আবহাওয়াবিদরা মনে করছেন এই ঘূর্ণিঝড়টি মায়ানমার ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। পশ্চিমবঙ্গে এই ঝড়ের জেরে বড়সড় প্রভাব পড়বে না বলেই এখনও পর্যন্ত মনে করছেন আবহাওয়াবিদরা। তবে আশঙ্কা একটা রয়েছে, যার জেরে আগেভাগে পশ্চিমবঙ্গ-সহ দেশের উপকূলবর্তী চার রাজ্যকে সতর্ক করেও দিয়েছে মৌসম ভবন। সেই সতর্কবার্তার ভিত্তিতেই নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা।
আরও পড়ুন- ডিএ মামলা পিছনোও ‘পিছনের খেলা’, শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যে বড় প্রশ্ন
এদিকে, রাজ্যে বাড়ছে গরম। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফের এক দফায় রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী বৃহস্পিতবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।
পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ৪০ ডিগ্রি বা তারও বেশি হতে পারে তাপমাত্রা। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। শহর কলকাতাতেও আগামী কয়েকদিন গরম আরও বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।