Advertisment

দক্ষিণবঙ্গে বর্ষার পাকাপাকি প্রবেশ কবে? আবহাওয়ায় তুলকালাম বদল সময়ের অপেক্ষা?

স্বস্তির বৃষ্টিতে উত্তরের প্রাণ জুড়োলেও গরমের হাঁসফাঁস দশা থেকে মুক্তি মেলেনি দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata weather forecast 18 september 2023

শহর কলকাতার জল ছবি।

স্বস্তির বৃষ্টিতে উত্তরের প্রাণ জুড়োলেও গরমের হাঁসফাঁস দশা থেকে মুক্তি মেলেনি দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। বরং দক্ষিণবঙ্গের জন্য আরও ভোগান্তির পূর্বাভাস মিলেছে। কোনও কোনও জেলায় প্রাক-বর্ষার হালকা বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে আরও কয়েকটি দিন। আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বদল চোখে পড়বে।

Advertisment

রাজ্যে যেন ঢুকেও ঢুকছে না বর্ষা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকেছে। আজ বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এমনকী পার্বত্য এলাকার জেলাগুলিতে ধসেরও আশঙ্কা করা হচ্ছে। আপাতত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অবস্থান মালদহের উপর।

যেন থমকে দাঁড়িয়ে দক্ষিণের বর্ষা। সেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে অগ্রসর হয়ে ছেয়ে যাবে গোটা দক্ষিণবঙ্গে। তবে সেক্ষেত্রে আরও বেশ কয়েকটি দিন অপেক্ষা করতে হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির বাসিন্দাদের।

আরও পড়ুন- বর্ধমানে ‘ভোট লুঠের’ গেমপ্ল্যানে মমতার অত্যন্ত কাছের মন্ত্রী ও SP? বিস্ফোরক শুভেন্দু!

তার আগে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। আগামী রবিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও দুই বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী কয়েকদিন অস্বস্তিকর আবহাওয়া থাকবে। যার জেরে চরম গরম অনুভূত হবে।

মোটের উপর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে বাকি আরও কয়েকটি দিন। রবিবারের আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢোকার সম্ভাবনা নেই। আপাতত মালহের উপর অবস্থান মৌসুমী বায়ুর। আগামী রবিবার থেকে সক্রিয় হতে পারে সেই মৌসুমী বায়ু। এমনই ধারণা করছেন আবহাওয়াবিদরা। আগামী রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে।

West Bengal Kolkata Weather Weather Report monsoon
Advertisment