মেঘাচ্ছন্ন আকাশে কাটল দুর্যোগ, নবমী-দশমী বৃষ্টিহীন

West Bengal Weather Updates Today: যদিও নবমীতেও আকাশের মুখ ভারই। তবে বেশ কিছুদিন ধরেই স্বাভাবিকের থেকে কম রয়েছে তাপমাত্রা।

West Bengal Weather Updates Today: যদিও নবমীতেও আকাশের মুখ ভারই। তবে বেশ কিছুদিন ধরেই স্বাভাবিকের থেকে কম রয়েছে তাপমাত্রা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্মচাপের জেরে পুজোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। কিন্তু নিম্মচাপের দিক পরিবর্তন হওয়ায় আকাশ মেঘলা থাকলেও নবমী ও দশমী ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই, রবিবার এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে আকাশ মেঘলা থাকার দরূণ তাপমাত্রা কম থাকবে।

Advertisment

আবহাওয়া দফতরের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে সোমবার অর্থাৎ দশমীর দিন দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে ছিঁটেফোঁটা বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিঙপং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদা মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পুজো নিয়ে দুশ্চিন্তা বাড়ালেও ষষ্ঠীতে আবহাওয়া মনোরম করে দিয়েছে নিম্নচাপ। যদিও নবমীতেও আকাশের মুখ ভারই। তবে বেশ কিছুদিন ধরেই স্বাভাবিকের থেকে কম রয়েছে তাপমাত্রা।

রবিবার রবির তেজ সেরকম দেখা যায়নি। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর সর্বনিম্ম তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৬৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হয়নি।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather West Bengal Weather Report