Advertisment

Bengal Weather: মহালয়ার দিন আবহাওয়ার 'ম্যাজিক' বদল, বৃষ্টিতে ভাসবে কলকাতা! জানুন লেটেস্ট ওয়েদার আপডেট

Bengal Weather Forecast: আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত উত্তর-দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
mahalaya 2024

মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা

West Bengal Weather: গত সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজেছিল দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। প্রবল বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও। মহালয়ার দিন সকালেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। ফের তৈরি হয়েছে ২ টি ঘূর্ণাবর্ত। যার জেরে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা। তবে ভারী ব্ষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিস। উষ্ণতা ও আর্দ্রতার কাঁটায় বিদ্ধ হতে পারেন বঙ্গবাসী।   

Advertisment

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত উত্তর-দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কোনও সতর্কতা নেই। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক দুর্যোগ হয় পাহাড়ে। তিস্তা-সহ একাধিক পাহাড়ি নদীর জলস্তর বেড়ে প্লাবনের আশঙ্কা ছিল। লাল সতর্কতাও জারি হয়েছিল। কিন্তু সোমবার সকাল থেকেই পাহাড়ে ঝলমলে আকাশ। তবে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আগামী কয়েকদিন দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ঝড়বৃষ্টি হতে পারে।

নবরাত্রিতে পাল্টাবে সবকিছু, কোন রাশির ভাগ্য খুলবে, কার সুযোগ হবে হাতছাড়া?

দক্ষিণবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার প্রচন্ড গরমের পর মহালয়ার দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন সকালে হুগলি, হাওড়া সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। তবে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।  তবে এখনই  দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

মহালয়ার আবহাওয়া

আজ বুধবার মহালয়া। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। ওইদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ সাধারণ ভাবে মেঘলা থাকবে। হালকা বৃষ্টিও হতে পারে বেশ কিছু জেলায়। তবে বাতাসে আপেক্ষিপ আদ্রতার পরিমাণ বেশি থাকার আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°সেলসিয়াসের আশেপাশে।  

Weather Office Bengal Weather Alipore Weather Office Kolkata Weather Weather Bulletin weather latest news Weather Report Weather Forecast
Advertisment