West Bengal Weather Forecast Today: গাছেদের পাতা খসানোর সময় অফিসিয়ালি শুরু হয়নি ঠিকই, কিন্তু শীত যে আসব, আসব করছে তা বেশ স্পষ্ট। সকালের দিকে ঠান্ডার আমেজ নিয়েই এখন দিন শুরু শহর ও শহরতলির। তবে বেলা বাড়তেই সেই হিমেল আয়েস নিমেষে উধাও। যদিও আজ প্রধানত আংশিক মেঘলা থাকবে আকাশ। সকাল থেকে তাই আর্দ্রতার হালকা ছোঁয়া থাকলেও, রোদের তেজের দাপট কিছুটা কম। ফলত, প্রভাত পেরিয়ে বেলাতেও বজায় সাময়িক স্বস্তি। এমনিতেই হাসফাঁস গরম থেকে মুক্তি পেতে এমন আবহাওয়াই খুঁজছিল শহরবাসী। যাকে যায়না পাওয়া সেই হেমন্তের হাওয়া এবারে মন ছুঁয়েছে শহরের।
আরও পড়ুন- ভারতীয় নাগরিকদের উপর নজরদারির ইস্যুতে হোয়াটসঅ্যাপের কাছে কৈফিয়ত তলব কেন্দ্রের
তবে মনে করা হচ্ছে, পুজোয় বৃষ্টির দাপটের চোটেই এখনও বহাল ঠান্ডা আমেজ। বৃষ্টির ভ্রুকুটিতে পুজোয় কিছুটা হলেও দাবদাহ থেকে রক্ষা পেয়েছিল বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফের নিম্মচাপ ঘনীভূত হলেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। ততদিন অবশ্য ঠান্ডা-গরমের মিশেল নিয়েই রাতদিন কাটবে শহর ও শহরতলীতে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা থাকবে আকাশ। শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩১ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩১. ১ ডিগ্রি সেলসিয়াস, শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫২ শতাংশ।