scorecardresearch

West Bengal Weather Today: উত্তরের ৫ জেলায় ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

West Bengal Weather Forecast, 10 August 2019: রবিবার, সোমবার ও মঙ্গলবার, টানা তিনদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

west bengal weather report live, west bengal weather report live, weather kolkata today, weather report in west bengal in bengali, west bengal weather today, west bengal weather report, west bengal weather temperature, west bengal weather kolkata, west bengal weather condition, পশ্চিমবঙ্গের আবহাওয়া, বর্ষা, বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় বৃষ্টি, কলকাতার আবহাওয়া, আবহাওয়ার খবর
কয়েক ঘন্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি রাজ্যের বেশ কয়েকটি জেলায়

West Bengal Weather Forecast Today, 10 August 2019: দক্ষিণবঙ্গে ফের মুখভার বর্ষার। গত ২ দিন বৃষ্টির পর আবারও কলকাতায় উধাও বর্ষা। মেঘলা আকাশ হলেও, মুষলধারায় বৃষ্টি ফের অধরা। আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, উত্তরে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি, পুরোহিতদের ভাতার ব্যবস্থা করবই: রাজীব বন্দ্যোপাধ্যায়

সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার, সোমবার ও মঙ্গলবার, টানা তিনদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উল্লেখ্য, কয়েকদিন আগে টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল।

আরও পড়ুন: কোথায় গেল এসজেডিএ-র ২০০ কোটি? মমতাকে প্রশ্ন শিলিগুড়ির মেয়রের

এদিকে, দক্ষিণবঙ্গে এখনও সেই অর্থে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেনি হাওয়া অফিস। তবে আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শহরে প্রধানত আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩. ১ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: West bengal weather forecast today 10 august 2019 north bengal monsoon kolkata