West Bengal Weather Forecast Today: এখনই কমছে না রোদের তেজ, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে রোদের তেজের দাপটের মাঝেই দেখা মিলবে মেঘলা আকাশেরও, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়ায় দফতরের তরফে। গত কয়েকদিনের মতো আজও কলকাতায় দু এক পশলা বৃষ্টির আশ্বাস দিল হাওয়া অফিস। যদিও বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। কিন্তু দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনার সুর শোনা যায়নি আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
আরও পড়ুন- তৃণমূল নেতাকে ‘গুলি করে খুন’ মুর্শিদাবাদে
আজ দিনভর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা থাকবে আকাশ। কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ম ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ম তাপমাত্রা থাকতে পারে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ, নূন্যতম ৬২ শতাংশ। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে ০.২ মিলিমিটার।
আরও পড়ুন- ‘মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেন, ৮ কোটি টাকা চুরির দায়ে’, বিস্ফোরক মুকুল রায়
প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার , বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।