West Bengal Weather Forecast Today: সকাল সকাল মুষলধারায় বৃষ্টিতে ভিজল কলকাতা। কলকাতার পাশাপাশি হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ারেও বৃষ্টি হয়েছে। এদিন সকাল থেকেই আকাশের মুখভার। রোদের দেখা মেলেইনি এদিন প্রায়। বেশ কিছুদিন বাদে আবারও ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ায় খানিকটা স্বস্তি পেলেন শহরবাসী। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে দু-এক পশলা বৃষ্টি হচ্ছিল। আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বউবাজারে ফের ভেঙে পড়ল বাড়ির একাংশ, এলাকায় আতঙ্ক
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের নদিয়া, বীরভূমেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের নদিয়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আরও পড়ুন: ‘মমতা গ্রেফতার হবেন ৮ কোটি টাকা চুরির দায়ে’
হাওয়া অফিস জানিয়েছে, আজ দিনভর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬৯ শতাংশ।