Kolkata Weather Update: আজ রবিবার কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে এদিন দক্ষিণবঙ্গে সর্বনিন্ম তাপমাত্র সামান্য বাড়বে। কলকাতায় এদিন সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রির আশেপাশে। দক্ষিণবঙ্গের কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট জেলায় জেলায়। উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়েও।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বাতাসে প্রবেশের কারণে আকাশ আংশিক মেঘলা থাকবে। ফলে আগামী দু'দিন তাপমাত্রা কিছু বাড়বে। ২-৩ডিগ্রি সেলসিয়াস তামপাত্রা বাড়তে পারে বলেই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও জাঁকিয়ে ঠান্ডা। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা বেশ কম। তবে আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল এবং আগামী সোমবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে।