West Bengal Weather Forecast Today: বাংলায় ঢুকেছে বর্ষা। কখনও রোদ, কখনও বৃষ্টি, কখনও গুমোট আবহাওয়া নিয়ে রাজ্যজুড়ে জারি অস্বস্তির আবহাওয়া। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে ঝোড়ো হাওয়া ও ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে। হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সতকর্তা জারি হয়েছে।
আরও পড়ুন, JIO Plan: অভাবনীয় অফার! দুর্দান্ত ৫টি রিচার্জ প্ল্যান আনল Jio
১৪ ও ১৫ জুন অর্থাৎ সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে আগামী ৩-৪ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না এমনটাই জানান হয়েছে।
শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলাই থাকবে। রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাসও। বিকেলের পর থেকেই ক্রমশ বাড়তে পারে দাপট। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৬৫ শতাং।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন